প্রতিষ্ঠান টি ১৯৮১ সালে খিলগাাঁও গ্রামে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাতা আ: মজিদ মাষ্ঠার।
মাদৃরাসাটি ১৯৮১ সালে প্রতিষ্ঠিত হয়ে আত্র এলাকার মুসলিম নারীসমাজের মধ্যে ইসলামী শিক্ষার পাশাপাশি দর্মীয় শিক্ষার বিতরন করছে অত্র এলাকার বিশিস্ঠ ব্যক্তি জনাব মো: বশির উদ্দিন সাহেবের নামকরন করা হয়েছে বি কে।
মার্ৃরাসায় দাখিল পর্যায় বর্তমানে ৫৮ জন বৃত্তি পায়।
পাবলিক পরিক্ষা বরাবর সন্তু জনক ফলাফল লাভ করা।
মাদাসাটি এলাকার শ্রেষ্ঠ প্রতিষ্ঠা হিসেবে গড়ে তুলা এবং আলিম পর্যন্ত উন্নিত করা।
কাপাসিয়া থেকে রাণীগঞ্জ এবং রাণীগঞ্জ থেকে সি এন জি ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস