ইউনিয়ন পরিষদের সকল টিসিবি কার্ডধারী ব্যাক্তিদের জানানো যাচ্ছে যে, আগামী 12-11-2023ইং তারিখ রোজ রবিবার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ন্যার্য মূ্ল্যে টিসিবি পন্য বিক্রয় করা হবে। টিসিবি প্যাকেজের মধ্যে অন্তর্ভূক্ত থাকবে 2কেজি তৈল , 2কেজি ডাল, 5কেজি চাল। প্যাকেজ মূল্য নির্ধারণ করা হয়েছে 470/-(চারশত সত্তর) টাকা। উক্ত তারিখে সকল কার্ডধারী ব্যাক্তিদের কার্ড নিয়ে সরকার কর্তৃক ভর্তূকি মূল্যে প্রদানকৃত প্যাকেজটি গ্রহন করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস